নিত যে ফুল চিত্ত দোলায়
মুক্ত ঝরা হাসিতে,
আয় সবে রোজ বিহান সাঁঝে
তাকে ভাল বাসিতে|
পাখির ঠোট আর শিশুর বুলি
দখিন হাওয়ার দুলুনি,
তবুও পাই গন্ধ আঁচিল
কেউ আজো তা ভুলুনি|
একুশ কাঁদে স্মৃতিতে তার
বছর পারের পরে,
মন কাঁদেনা হে পৃথিবীর
মানুষ যত গড়ে|
দিনের যত মহান যে দিন
ফুটিয়ে অমানিশা,
বজপাতের গলার স্বরে
আনল কেড়ে দিশা|
বলতে পারো বুক পেতে দেয়
কোন সাহসী সদ,
মায়ের ভাষায় বলতে কথা
জীবন করে পদ|
গবিত আজ ভূলব না হে
যার কারনে ভাষার মাস,
এসো সে বীর পূনঃবারে
ফুটিয়ে তোল সুখের শ্বাস|