দে  উড়িয়ে আকাশ নীলে
স্বপ্ন আঁকা ছবি,
নতুন দিনের কল্পনাতে
ফুটল নতুন রবি|
উড়িয়ে দে ঐ বাতিল খাতা
কমবিহীন যা,
এই চেতনায় নতুন সেজে
জীবনকে সাজা|
হরেক রকম পল্লী গাঁয়ের
আচমকা সে স্মৃতি,
জাগিয়ে তোল অজ-পাড়া গা'র
আসল পেম ও পীতি|
ঢেঁকির পাড়ের শব্দটিকে
দে করিয়ে মনে,
রাখাল বাজায় পাণের বাশি*
মনটা সেথায় টানে|
গাঁয়ের বুড়ো ঠকঠকিয়ে
নীতি কথা বলে,
স্মৃতিতে রাখ সব সময়ে
এ কথা রাখ গ'লে|
নে ফিরিয়ে অতীত স্মৃতি
সুখ কাটানো দিন,
কষ্ট স্মৃতি শুধরে দেবে
দম ফাটানো ঋণ|
জীবনকে যে রাঙিয়ে নিলি
হে পৃথিবির মন,
নতুন সাজে সজ্জিত হ
নতুন শিহরণ|