ঝোলা চুল উকি মারে
চোখ মুখ ঘাড়েতে,
ভেংচিয়ে মারে দৌড়
ফোকলারা আড়েতে|
কাটা তার এক হাত
আর হাতে মোটা তার
তেরে মেরে জ্বলে ওঠে
কাজ কাজ কাটে রাত|
খুনসুটি মাঝে মাঝে
মাঝে ওঠে চেচানি,
সারাদিন ঘুটঘুট
করে সেই মেকানি|
টিভি,ফান ঘুরছে তো
তবু দেখো বসে নেই,
কয়েলের পাঁচগুলো
খুব করে এটে দেয়|
খেলাধুলা ফেলে দেখো
আছে তার মনোযোগ,
ইন্জিন কাছে পেলে
খুজে ধরে তার রোগ|