ভাল কাজ কারো করো
কারো করো উপকার,
মন্দেরে গড়ে তোলো
সতের রুপোকার|
মরে যায় দেখে যদি
কারো পরে অনায়,
সুখ হয়ে এসে ওঠে
ঝরা হাসি বনায়|
পাশে যদি কেঁদে ওঠে
বেদনার কষ্টে,
শেষ থেকে তুলে আনে
সুখময় ওষ্ঠে|
বিপদের সাথী এই
সবখন বস্ত,
পৃথিবীর ভাল কাজ
যেন তার নস্ত|