ভাল লাগে দৌড়-ঝাপ
ফড়িংয়ের পিছে,
লাটাইয়ের ঘোরা আহা
মনটা রে নিছে|
ঐ লেজ উচু হল
উড়া ঝিঁঝিঁ বসা,
বাংটারে মেরে মেরে
করেছি কি দশা|
বাকা শিং তেড়ে আসা
গরু যেইখানে,
কান টেনে লেজে ঘুর
দেই সেইখানে|
বন্ধুর সাথে গেলে
কিল মেরে দৌড়,
বাড়ি বাড়ি উকি দেই
সব ভাবে চোর|
ভেবে সবে একদিন
বলল ওরে,
খোচা খুচি করে তুই
জানবি তা পরে|
এক দিন আম গাছে
মৌমাছির টোল,
নেচে গেয়ে ডাল তুলে
বাজালাম ঢোল|
ওরে বাবা জান গেল
সারা গায় কাটা,
ফুলে গা টোল হল
হল ফাটা ফাটা|
কান ধরি দুষ্টুমি
কারো পাছে পাছে,
ভাল হয়ে চলব রে
ভালদের কাছে|