জরা এই ধরাতেই
তোলপাড় কত কী!
আফসোস ওসপোস
রং চং চর কি|
স্মৃতি যায় দূর ধায়
রঙ্গিন শৈশব,
কত মেলা রং খেলা
এই গুলো কই সব?
দিনগুলো চিনছিলো
দুষ্টুমী দল ভার,
ঢিপ মেরে টিপ কেড়ে
ছুয়ে হত একাকার|
এই দেখো ঐ শেখো
কান ঠাস ঠাস,
দুধ শিশু খুব মিশু
মুখ চলে ঝাড়াবাস|
ভাব যায় লাফ দিয়ে
পূব থেকে সামনেই,
এইখানের সাম্পানে
আমাদের দাম নেই|
ঈদ এলো শীত এলো
এইভাবে সারা গাঁয়,
পোড়া মন চোরা মন
সাথে তাই মারা যায়|
জীনতা শীনতা
জ্বরে ভোগা মনটা,
ক্ষয়ে ক্ষয়ে বয়ে যায়
হদয়ের কোনটা|
সব মিলে একপিলে
মোবারক ঈদটা,
ভুলে হোক ফুলে হোক
স্বপ্নের নিদটা|