তপ্ততা যবে যেই
একটুকু কমলো,
পাখি গায় ঠোট নেড়ে
খুশী বুঝি জমলো|
সাদা ফিকে পেঁজা পেঁজা
মেঘ কোনে হাসছে,
থমথম চারিদিক,
রং ছোয়া ভাসছে|
হাওয়া দোলে পালে আহ!
কাঁশ ফুলে চুপটি,
বেলী,জুঁই সুরভীতে
বলে দেয় রুপটি|
কত গান ধান ফুলে
মান ভূলে যায় সে,
হাস গুলো দল বেঁধে
জল ছুড়ে নাইছে|
ফিরফিরে হিম বায়ু
উত্তর পান্তে,
কোন বেলা এলো সে
পারিনি তা জানতে|