রস কষ তাজা তাজা
রঙ চঙে নীলচে,
সবজিতে ছড়া ছড়ি
হাটে হাটে মিলছে|
ওল কপি ঝুলছে যে
হাটুরিয়া ঝুলিতে,
আলু,মুলো তরতাজা
কেউ যায় তুলিতে|
সীম,লাউ যত চাও
চলে যাও বাজারে,
ফুল কপি ফুটে রয়
শত শত হাজারে|
টসটসে পাঁকা পাঁকা
লাল লাল টমেটো,
পটলের টোল দেখে
মনে হয় পটেটো|
কদবেল কষ গলা
মজা খুব মাখানো,
জলপাই যত চাই,
চোখ কেন বাঁকানো?
ছুটে চলে কম জলে
পিঠ তুলে কাতলা,
ছেলে মেয়ে হানা দেয়
তুলে আনে শাপলা|
শীত শীত তাই গীত
নানা ফলে আহারে,
ফুল ফল ফুটে রয়
কত রং বাহারে|