আড়ে চায় লেজ খাড়া
এলো বনে ঘুরতো,
চুরি করে বাগে পেলে
বাটা বড় ধুত|
তীক্ষ্ণতা চোখ জ্বলে
ছোট এক কিন্ঞ্চি,
লোভাতুর জিভ খানা
ঠিক ছ'ইন্ঞ্চি|
পাক পাক ছোট ডাক
যদি শোনে কানটা,
মরা ধড় ফিরে পায়
নব রুপ জানটা|
শিকারে কোনরুপ
হয় নাতো হেয়ালী,
ও দিকে পথ পানে
চেয়ে থাকে শেয়ালী|
কবিতার বিষয়:ছোটদের ছড়া-কবিতা