উড়ছে আকাশ মেঘের খামে
বজ্রসম উড়ছে ধুলো,
ছুটছে দূরে ঘুরছে কত
আজব এসব মানুষগুলো|
সামনে সমান সবাই ভাল
এমন মানুষ সবাই খুজে,
মনের মানুষ বনের মানুষ
কেটে পড়ে বিপদ বুঝে|
স্বভাব কারো নিজেই বড়
আমি শুধু একাই পারি,
টাকার জোরে কারো কারো
উঠছে বাড়ি আকাশ ফাড়ি|
পেমের টানে মিলন মনে
কেউবা আবার কৃষ্ণ-রাধা,
নিঃস্ব করে পালায় পেমিক
এই দুনিয়ার আজব ধাধা|
যায়না বোঝা আসল মেধা
থমকে রাখা বদ্ধ ঘরে,
সুযোগে রয় কেড়ে নিতে
বদানতা গলার স্বরে|