একাকার সমারোহ সারি বাঁধা নদী তার,
আঁকাবাঁকা কী দারুন! অদ্ভুত চারিধার|
কলকল ছলছল বয়ে চলে নিরবধি,
পাল তুলে চলে নাও সবি দেখ ফিরো যদি|
ফুটে রয় তুলতুলে পলিপাড়ে কাশফুল,
ঝিরিঝিরি মৃদু হাওয়া বুকে টানে শ্বাসমূল|
এক ধারে একই গাছ সারি বেঁধে আছে বেশ,
সুন্দরী,গোল,তাল কী মায়ার পরিবেশ!
আগলে রাখে রাজা ভয়ানক রাজ বাঘ,
বিশ্বের নাম করা তার নাকি খুব রাগ|
নাম জানা কত নাম জানা নেই যার,
গাছ, পাখি শত নাম যার মত দেই তার|
সুন্দরী গাছ আছে লালে লাল কাঠ ঠিক,
এই নামে এই বন দেশবাসী চিনে নিক|