ছোটে মন বাড়ি বন
সব জুড়ে উষ্ণ,
আঠা জিব গলা কাঠ
দেহ খানি শুকনো,
পোড়া রোদ চোখ দুটি
হয়ে ওঠে অন্ধ,
বায়ু নেই কোন দিক
সব যেন বন্ধ|
পাতা পুড়ে কালো রঙ
দলা বেধে রইছে,
সূয্যের লাভা গুলো
দিন ভর বইছে|
তরু রাজি কাঁদো কাঁদো
মরু ময় রাস্তা,
দর দর ঘাম ঝরে
নেই কোন আস্থা|
ঘর দোর ছাদ গাছ
নেই কোন শান্তি,
ধুক ধুক করে বুক
যায় যায় জানটি|
গল গল হাওয়া গুম
তেজ আরো পুকুরে,
মাথা ফেটে ঝরে ঘাম
টন টনে দুপুরে|