নাওয়া না তার খাওয়া কোথায়
দরদরিয়ে ঘামে,
একটু খানি কাজ বাকী তার
ডানে এবং বামে|
রোদ্দুরে চোখ ঠিকরে আসে
থামে না তাও কাজ,
করলে না কাম মজুরীটা
হবে না তো আজ|
কখনো বা দিন চলে যায়
ঘন্টা গত রাতী,
কপাল ফাটে ঘাম পোড়ানো
কষ্ট হয় তার সাথী|
বয়স কারো বারো তেরো
লাগবো টাকা আরো,
পিত্রৃহারা শিশু সে যে
শ্রম করুন তরো|
পড়বে পড়া স্কুল ছড়া
কত শিশু মাঠে,
করছে জমা কষ্ট বোমা
বুকের জমিন খাটে|
সবার তরে সবার ঘরে
একটু সুবাস দিন,
এসো ওদের সুখের তরে
সুধাই সকল ঋণ|