ঝমঝমাঝম ঝরছে বারি
করছে মাঠে থৈ,
ডুবল বিল আর পুকুর নদী
খেলছে বিলের কৈ।
খেলার মাঠে নদীর পানি
রাস্তা ডুবে খাল,
টেংরা,পুঁটির ঝাঁক নিয়েছে
ফেলছে মাঝি জাল।
দমকা বাতাস ঢেউ তুলেছে
বিলের পরে বিল,
বৃষ্টি সুরে মাতাল করে
মাছ করে কিলবিল।
পানির তোড়ে ভাঙছে আবার
ছোট ছোট বাঁধ,
ভাঙছে সুখের শেষ সম্বল
বুড়ো বুড়ির সাধ।
মাছের সাথে দস্যিপনায়
মাতে দুষ্টু ছেলে,
দাপিয়ে বেড়ায় ডোবার জলে
পড়াশুনা ফেলে।
ঝমঝমাঝম বৃষ্টি আবার
ছাপায় পুকুর পাঁড়,
চোখ ফেরানো যায়না দূরে
ধোয়া চারিধার।
স্রোতের টানে স্বপ্ন গুলো
বিভোর দেখে কবি,
ঢেউ সাগরের আকাশ নীলে
কী অপরুপ ছবি!