ওই আকাশে উড়ছে কাপড় বেশ
বাশের মাথায় যেন নীলের কেশ।
মাঝখানে লাল বৃত্ত চমৎকার,
মাগো বলো কাপড়টি যে কার?


বিদ্যালয়ের সামনে দেখায় পথ,
সকাল হলে করে যে পতপত।
কি যে আমার লাগে ভালো তা,
টাঙায় কেনো কাপড়খানা মা!


লাল সবুজের কাপড় কেনো তার!
প্রশ্ন শুনে মা ফেরালেন ঘাড়।
ঢুলু চোখে পাচ্ছিলো বেশ ঘুম,
ঠিক তখনই মা এসে দেয় চুম।


সে যে বড় সুখ-দুখের লেনদেন,
স্মৃতি ঘটে মা, সেটা বললেন-


সবুজ শ্যামল মায়ের আঁচল বেশ
এই কাপড়ের জন্যে এলো দেশ।
যুদ্ধে পাওয়া এর তো ভীষণ দাম
উড়ছে উপর পতাকা এর নাম।