অগোছালো চুল খুলে সে
থাকে পথের পাশে,
দুষ্টু পথের দামাল ছেলে
তাইতো দেখে হাসে।


ময়লা জামার কলার ছেঁড়া
হাজার তালি তাতে,
কেউ বোঝেনা মনের ব্যথা
নেয়না কেউই সাথে।


দাঁত মাজেনা কেউতো আহা
দেয়না দু'টো টাকা,
কয়টা দিনের উপোস শরীর
যায়না রাখা ঢাঁকা।


খুশির দিনে তার মুখে খুব
কষ্ট সীমারেখা,
এই দিনেতে তার পাশে কি
তোমরা দিবে দেখা!


পথের শিশু নাম না জানা
যেথায়-সেথায় থাকে,
ঈদখুশিটা ভাগ করে দাও
তোমার সাথে তাকে।