স্বদেশ এখন মুক্ত ফড়িঙ
ঘাসের ডগায় নাচে,
দূষিত সব ময়লা-ধুলো
শিশিরজলে কাঁচে!


দেশ পারে কি, কাঁচতে ধুলো
বীর বাঙালী করে
ঠেকে গেলে পিঠ দেয়ালে
জেগে ওঠে ঝড়ে!


স্বচ্ছজলে স্বদেশ এখন
মূল্য দিয়ে ধোয়া,
যায় তাতে এই স্বদেশটাকে
মনের মতো ছোঁয়া।


স্বদেশ এখন মুক্ত আকাশ
উড়তে পারি পাখায়
ধন্য আমি প্রিয় স্বদেশ
তোমার ভেতর রাখায়।