হঠাৎ যেন ভুলে
দেখতে আমার মন ছুটে যায় নদীর উপকূলে।


কত সাগর-নদী রেখে
দূর আকাশে যায় যে এঁকে
সাদামেঘের ঘুড়ি
এই যে মধুর দৃশ্য দেখে মন হয়ে যায় চুরি।


স্বচ্ছ স্ফটিক নদীর জলে
রং-বেরঙের মধুর ফলে
পাহাড়চূড়া সাজে
খুশিতে হই দিশেহারা ছোট্ট বুকের মাঝে


ভোরের কোকিল কুহু ডাকে
হাজার পাখি ঝাঁকে ঝাঁকে
যায় যে কোথায় দূরে
দিগন্তে যায় মিলে সবই আকাশখানি ফুঁড়ে।


সজনে, শিমুল, ডালিম ফুলে
সবুজ পাতার ঘোমটা খুলে
পাপড়ি দুলে হাসে,
যেদিকে চাই ছবিগুলো সত্য হয়ে ভাসে।