প্রজাপতি প্রজাপতি
তুমি নাকি চালাক অতি
রং-বেরঙের পাখনা তোমার বেশ,
তোমার গায়ে ফুলের জামা
মাথা-লেজে নকশা থামা
দেখতে আমার সকাল-বিকাল শেষ।


প্রজাপতি প্রজাপতি
চাইনা আমি তোমার ক্ষতি
উড়লে তোমার ঝরে পড়ে রূপ,
তোমায় ছাড়া একলা ঘরে
আসলে তুমি বাগান ভরে
সব কলরব হয়রে তখন চুপ।


প্রজাপতি তোমার সাথে
বন্ধু হতে চাই,
করবে তুমি যা কিছু সব-
করবো আমি তাই।