পুতুলের গল্পটা বলি আজ শোনো,
সাদাসিধা চলাচল মিথ্যে না কোনো।
লিকলিক ভাঙাচোরা কঞ্চির বেড়া,
গায় গায় ঠেসেঠুসে বাস করে এরা।


ঝগড়া না দুইজন ছাড়ে ডায়ালগ,  
উঠলো রে একদিন করে ডগমগ।
বিয়ে দেবে খোঁজে সব পুতুলের বর,
আলোকিত হয়ে যাবে তুলতুলে ঘর।


চিন্তাতে ওঠে গায় চিনচিন জ্বালা
খুঁজে খুঁজে পেয়ে যায় পাঞ্জাবি আলা।  
কতবন নদী তীর দিয়ে দিয়ে পাড়ি
পরে আছে আঁটসাঁট থ্রি-পিস শাড়ী।


কেঁদেকেটে লোকজন ছেড়ে যায় বাড়ি
মচমচ করে চলে পুতুলের গাড়ি।
গাড়িতেই বর-বউ পাল্কিটা ফাঁকা,
পিছেপিছে আসে ওই পুতুলের কাকা।


বাগানের পাশে ওরে- কার খলখল,
বাঁধা দিলো সামনেই ডাকাতের দল।
নিয়ে নিলো সবকিছু যেন হরিলুট,
ভেঙেচুরে পুতুলের দিলো একছুট।