চাঁদের পাশে তারার মিছিল
গভীর কালো রাত,
দেখলে সেসব হচ্ছে মনে
সোনালী প্রভাত।


মাঝেমাঝে একটা আলো
ছিঁটকে আসে নীচে,
বুকটা তখন থমকে ওঠে
হঠাৎ করে মিছে।


রাতের আধার গভীর কালো
নোনতা-তিতা স্বাদে,
মধুর মত মিষ্টি আবার
জোসনাভরা চাঁদে।


জোনাকজ্বলা রাতটা আবার
মেতে ওঠে ঝোঁপ,
রাতগুলো হয় অন্ধকারের
কালসিটা ছোপছোপ।