দুপুরভরা কচকচে রোদ
নেমে আসে নিচে,
চিক চিকচিক কে ওই দূরে
জল ঢেলেছে পিচে!


রোদের দুপুর রোদ ঝলমল
শুকনো পাতায় ঘেষা,
পাতার সাথে খেলতে ডালের
রোদের সাথে মেশা।


তাপ বেড়েছে রোদে এবং
ঘষলে হাতের তালু,
পা ফেলা দায়! যেখান-সেখান
তপ্ত লাগে বালু।


তাপে সিদ্ধ হয় যে আবার
রকমারি পিঠা,
শীতের ভোরের তপ্ত সুরুজ-
রোদটা লাগে মিঠা।