রোদের তাপে মেঘের মেয়ে
চোখ ছেড়ে দেয় কান্না রে
কবে সে চোখ ছাড়বে, আশায়-
ভুলে গেছি রান্না রে!


রোদের আগুন গায়ের ভেতর
টগবগিয়ে ফুটছে রে
বৃষ্টি হওয়ার আগে সে ভাঁপ
কেঁপে কেঁপে উঠছে রে!


মেঘের মেয়ে দেরী করে
রোদের পরে আসতে রে,
তাই এদিকে গরম রোদে
ভুলে গেছি হাসতে রে!


রোদের তাপে গ্রীষ্ম এলো
বিশ্ব হলো থমথমে
ফাঁকা রোদে জটলা যেন
রাস্তাঘাটে কম জমে।