ভয়াল রাতে আসলো তেড়ে শকুনগুলো
চোখ ভয়ানক টকটকে লাল আগুন চুলো।
একাত্তরের পঁচিশে মার্চ কালো রাতে
মদের আগুন ঢেলেছিলো পিচাশ হাতে।
পঁচাত্তরের আগস্টেও দেয়নি ক্ষমা,
তার দোশরে পাপ করেছে আবার জমা।


দেশের ভিতর শত্রুগুলো ওঁৎ পেতেছে
সুযোগ বুঝে রং তামাশায় তাই মেতেছে।
লক্ষ মা-বোন তাদের কাছে তুচ্ছ বিষয়
ঘৃণ্য জাতি আজকে হলো তাই অতিশয়।
স্বার্থ হাসিল করতে সাজে মস্ত চোরা,
পাকবাহিনীর আজও ভয়াল দোশর ওরা।


ওদের জন্য এই পৃথিবী আগুনমুখোর
হার মেনে যায় ওদের কাছে বন্যশুকর।
ওদের দু-চোখ কখনো কি ঠিক খোঁজে না?
নিজের দেশের স্বার্থ ভালো হোক বোঝে না!
এরাই দেশের পশু এবং পশুর খুলি,
রুখতে এদের এসো সবাই দুহাত তুলি।