বাশবাগানের পাতার ফাঁকে
একফালি ওই চাঁদ,
জোনাক নিতে ভীড় করেছে
রাতের কালো স্বাদ।


একটু জ্বলে একটু নিভে
নোনতা-তিতা লাগে জিভে
ঢোঁকটা গিলে বক,
রাতের অবশ শরীর ভেঙে
ডাকে সে কক্ কক্।


আলতো ছুঁয়ে নদীর জলে
বেঁকে থাকে কাশ,
শরতকালের রূপের রাণী
সাঁতরে বেড়ায় হাঁস।