ঝড় এলো জ্বর এলো
বর এলো বর্ষায়
কোলাব্যাঙ ঝোলা হাতে
থাকে কোন ভরসায়!


গুলি এলো ঢুলি এলো
বুলি এলো মুখটায়
বন্দুকে ভরে কত-
ফুটো করে বুকটায়।


দল এলো বল এলো
ঢল এলো মার্চেই,
পাকিদের মাথাজুড়ে
টেনশন বাড়ছেই।


চিল এলো ফিল এলো
দীল দিলো গর্জন,
এইবারে হয়ে গেলো
স্বাধীনতা অর্জন।