মুখের ওপর গোঁফের দুটো
ইয়াব্বড় চুল ছিলো,
পেছন দিকে সাপের মতো
লেজটা কেমন দুলছিলো।


কান দুটো তার পেছন দিকে
খাড়া শুয়ে পড়ছিলো
সামনে দু'পা শক্ত ও মুখ
কটরমটর করছিলো।


হঠাৎ মিনির রাগান্বিত-
হলো তাহার ভাব কেনো
সামনে বড় শিকার, গায়ে-
বাড়ছে আরও তাপ যেনো!


শিকার গেলো এলোমেলো
মিনি তাকে ধরলো রে,
ইঁদুর-ছুঁচো-টিকটিকারা
এবার বুঝি মরলো রে!