টোপর মাথায় সাপ এসেছে বিয়ে করার জন্য।
দেখবে মেয়ে করবে বিয়ে উদ্দেশ্য তার অন্য।
ঘটক "বিচ্ছু" ব্যাঙের ডেকে বলল কানে কানে,
মেয়ে তোমার থাকবে সুখে সাপের আপন টানে।


চিন্তিত ব্যাঙ-ব্যাঙের বধু ভয় তো ভীষণ সাপের,
দংশানো এই সাপ ছাড়েনা নিজের আপন বাপের!
তাও কি করে হঠাৎ করে দিবে মেয়ের বিয়ে,
সাপ ওদিকে কি বলে, ওই বিচ্ছুকে ডাক দিয়ে।


হট্টগোলে বিয়ে হলো নিয়ে যাবে বাড়ি,
ব্যাঙ স্বজনের কান্না তখন আকাশ হলো ভারী।


একদিন না যেতেই- গেলো, বিয়ের কথা ভুলে,
বউ কি সাপের ব্যাঙ-মেয়ে হয়! থাকবে লেজে ঝুলে?
ব্যাঙের মেয়ে ফুঁপায় কাঁদে সামনে সাপের গিয়ে,
সাপ পেঁচিয়ে তখন তাকে করলো রাগে ইয়ে!