ঘাসের নরম পাতায় পাতায়
মুক্তো দানা জল,
রোজ আমাকে পা ধুয়ে দেয়
শিশির টলোমল।


ঢেউ তরঙ্গে নাচের খেলা
পাখির ডানায় বাড়ে বেলা
সূর্য নামায় রোদ,
চিকচিকিয়ে এই ধরনীর
জাগে কোমল বোধ।


বিকেলবেলার সোনালী রোদ  
দুষ্টু ছেলের সাথে,
বাতাসগুলো পাতায় পাতায়
নানান খেলায় মাতে।


জোসনা মাখা চাঁদে,
নীরব আকাশ স্বপ্ন বুঝি রাতের গায়ে বাঁধে!