আপন গোছাও তোমার ওপর
করছি না রে আরতো ভর,
গাঁয়ের সবাই এক নামেতেই
চিনেই তুমি স্বার্থপর।


আপনি বাঁচলে বাপের নামই
অন্য বাঁচার কী দরকার!
এইতো বোঝো নিজেরটা তাই
তেল মারো তো নিজ চর্কার।


নিজের ভাগেই নেয়যে কমই
এমন নীতিই নিষ্ঠা যার,
দূরেই থাকুন যার কখন ও
নেই এমনই শিষ্টাচার।


দিনের পরেই কেমন করেই
আসে কেমন দেখছো রাত!
স্বার্থপরের কাছে থেকেই
দূরে থাকুন একশো হাত।