হৈ হৈ রৈ রৈ ইশকুল ছুটি,
একদলে জুটি-
বাঁশঝাঁড় খালপাড় চল যাই চল
রানুদের উঠোনেই খেলি ফুটবল।
কাঁদা মেখে হুল্লোড়ে মাতি আয় খুব
গাজীদের পুকুরেই দেই খালি ডুব।
আজ আয় আমরাতো খুব খুব বিজি
বিষ্টিতে সারাদিন চল যাই ভিজি।
আর রোজ গোলাপের
ফুল হয়ে ফুটি।


হৈ হৈ রৈ রৈ ইশকুল ছুটি,
মগডালে উঠি-
ভরদিন ঘুরিফিরি করি ঝলমল
ঘোলা করি রানুদের পুকুরের জল।
চলাচলে কখনো রে করবো না ভুল,
আয় আয় গোলাপের নেড়ে দেই দুল।
চল যাই দেখে আসি শাপলার হাসি
তীর বেয়ে বেয়ে চল নদীজলে ভাসি।
এই ফাঁকে খেলাছলে
খাই লুটোপুটি।