যখন-তখন বুলেট-বোমায়
করতো শুধু বাধ্য,
শির উঠিয়ে বলবো কথা
ছিলো না এই সাধ্য।


দুঃখগুলো গলার মালা
বিষ-বেদনার কাব্য,
সে দিনগুলোর  কষ্ট ছাড়া
বলো কি আর ভাববো!


নৃশংসতায় পশুর বলি
রক্তে মেশায় বাষ্প,
রুখতে তাদের, জীবন নিয়ে
আবার ফিরে আসবো।


একাত্তরে স্বাধীন হতে
হতে হলো ভীন্ন,
বিশ্বম্যাপে ঠাঁয় পেলোরে
আপন করে চিহ্ন।