যখন ছিলাম ছোট্ট শিশু
কে বলো তা জানে,
সেই বয়সে কেমনে বুঝি
স্বাধীনতার মানে?


স্বাধীনতা কী অপরূপ
ওই বিধাতার দান,
এই পরশে আসলো ফিরে
স্বাধীনতার মান।


স্বাধীন আমার জীবনখানা
ওই আকাশের নীল,
দূর গগনের চূড়োয় হাসে
পদ্মফোটা বিল।


হিরের কাঠি রুপোর জলে
স্বাধীনতা হাসে,
এই আমারই স্বাধীনতা
শুধুই ফিরে আসে।


বীর আমাদের যাঁদের দানে
স্বাধীনতা এলো,
তাঁদের নামে দিবসখানা
পূর্ণতা ঠিক পেলো।


স্বাধীনতা আসলো ফিরে
এই আমাদের গাঁয়,
এটাই এলো মহান নেতার
হাতের ইশারায়।


স্বাধীনতা প্রথম যিনি
করেছিলেন শুরু,
শেখ মুজিব ওই বিশ্বনেতা
স্বাধীনতার গুরু।