শাপলার সাদা হাসি মাফলার গলে
পাপড়িতে ফুটে আছে পুকুরের জলে।
পাশে থাকা শ্যাওলারা মুখ তুলে তাকে
কত কথা বলবে তা পাতা নেড়ে ডাকে।


আমাদের ছুড়ে ফেলে আগাছার পাশে
তোমাদের ঠোঁট কেনো দাঁত খুলে হাসে!
দেশ কিনে নিয়েছো যে ছলনার বসে
আর আমাদের দেখো- আছড়িয়ে চষে!
আমাদের চেহারাটা ডগডগে তাজা
তবু কেনো তুমি হলে ফুলকূলে রাজা!
চিনলো কে তোমাদের আমাদের ভুলে
বাঁধবো রে তারে এই আমাদের চুলে।


শাপলার সাদা হাসি মাফলার গলে
টুপ করে উত্তর ঝটপট বলে।
সকলের প্রিয়ফুল সাদা রঙ করা
ফুলগুলো তুলতুলে পাপড়িতে ভরা।
সবজিতে আমাদের নাম আছে বেশ
গুণেমানে আমরাতো সাজিয়েছি দেশ।