ফুল কুড়ানো সেই মেয়েটি
ফুল কুড়াতে যায়,
নানা রঙের ফুল দেখে সে
সুখ কিছুটা পায়।


কিন্তু সে তো ভেবেই জানে
অনেক দামী সুখ,
মায়ের আদর বাবার সোহাগ
পায়নি ছোট্ট বুক।


একলা কাটে সময় ওরে
সেই মেয়েটির দিন,
কতটা রাত উপোস দেহ
কতই নিদ্রাহীন।


কাড়ি টাকার মালিক কাটাও
সুখে সময় পার,
উপর থেকে মহৎ কাজে
দৃষ্টি দেখাও তার।


পথের ধারে পড়ে থাকে
হাজার এমন মুখ,
তাদের দেখে হায় ধনীরা
কাঁদেনা কেন বুক!