ঘাসে ঘাসে শিশির মেখে
রোদ ঝলমল ওঠে এঁকে
মুক্তোরা চিকচিক,
কচি পাতায় ফোটায় ফোটায়
দোলে রে ঝিকমিক।
    
শিশির রোদে ক্ষণিক হাসে
সূর্য সকাল সবুজ ঘাসে
দুলকি ওঠে প্রাণ,
এই সবুজে মনটা আমার
চায় নিতে সে ঘ্রাণ।


ঘাসের ডগায় উথলে ওঠা
নুইয়ে পড়ে পানির ফোটা
মাটিতে টপটপ,
ঝরঝরে ওই শিশিরগুলো
ঝরে রে ঝপঝপ।


শিশির ঝরে পায়ের পাতায়
ঘাস ফড়িঙে তাইতো মাতায়
সবুজ পরিবেশ,
নিত্য ভোরে আঁচল ভিজে
জাগে আমার দেশ।