পাতাগুলো বোঁটাছিঁড়ে
পড়ছে তো ঝরঝর,
পাখি ডাকে স্বর নামে
গলা কাঁপে থরথর।


ভোরবেলা পায়ে লাগে
কুয়াশার় শিরশির,
জড়সড় প্রকৃতিটা
হিমবায়ু ফিরফির।


বিল-ঝিলে পানি কমে
যাচ্ছে যে দিনদিন,
হেমন্তের শেষটাতে
শীত এলো চিনচিন।


সূর্যের আলো বেশ
পিঠে লাগে খরখর,
খেজুরের রস পড়ে
গাছ বেয়ে ঝরঝর।


রাতে থাকা মাছঝোল
জমে বেশ চমচম!
সকালের রোদ পিঠে
খেতে মজা গমগম!


ভোরে শীত মৃদুবায়ু
জবুথবু প্রাণমন,
কাঁপাকাঁপা আসে শীত
অতিথির আগমন।