উঠোনজুড়ে রোদের হাসি
হলুদ হলুদ রূপ,
মিষ্টি লাগে আলগা পিঠে
সকালবেলা খুব।


দৃষ্টিকাড়া শিশির কণা
ভেজা সবুজ ঘাস,
চিকচিকিয়ে উঠলো দুলে
আমার চারিপাশ।


ঘাসের ভেতর ফড়িঙছানা
খেলছে না রে আজ,
পিঁপড়াগুলোর সকাল থেকেই
বেড়েছে কী কাজ!


সবজি ফলে চাষীর মাঠে
রকমারি চাষ,
শীত এলে তাই ধুকধুকানি
বেরোয় না তো শ্বাস।