শিশির পড়ে টপ টপাটপ সুরে
খাচ্ছে বাতাস ভীষণরকম কুরে।
নেইতো হাসি শুকনো দুটি ঠোঁটে
আলগা থাকা যায়না যেন মোটে।


সময়গুলো যাচ্ছে বয়ে স্রোতে
সন্ধ্যা এলো সকাল হতে হতে।
গাছের ছায়া আগের চেয়ে বড়
পাখপাখালী কেমন জড়সড়।


কাঁপতে থাকে বৃদ্ধ-শিশু-বোবা
হাটুজলে ছোটপুকুর ডোবা।
মাছগুলো সব মনটাকে নেয় কেঁড়ে
পিঠ তুলে দেয় পাখনা নেড়ে নেড়ে।


দখিন দিকের বাতাস গেলো থেমে
তেরচাভাবে সূর্য গেলো নেমে।
উত্তরে তার হীম বাতাসে ভেসে
ঠিক এমনি শীতটা গেলো এসে।