শীত ঝুরঝুর শুকনো পাতা
শিশির জমা ঘাসের মাথা
সদ্যফোটা ফুল,
শীতল হলো আকাশ-বায়ু-
নদীর ধারে কূল।


ঠাণ্ডা এলো হীম বাতাসে
ওম করে কে ;লেপ-কাথা সে-
সকাল-দুপুর-রাত,
শীত ঝুরঝুর আগুন কোথায়
শরীর করি তাত!


ব্যস্ত মানুষ শীতের দিনে
টাপুরটুপুর শিশির টিনে
কেমন ওঠে সুর,
খেঁজুর রসের পিঠা খেয়ে
ক্লান্তি করে দূর।