আসছে উড়ে অতিথি ওই
হাজার পাখির ঝাঁক,
বাকুমবাকুমম পায়রা গুলো
দিচ্ছে ঠোঁটে ডাক।


শরীর কাঁপায়,শীতের চাদর
বাড়ায় তাতে উম,
উল ওঠা এক কম্বলে দেয়
ভোরে সবার ঘুম।


কুহেলিকার চাদর দূরে
আগলে রাখে পথ,
কেউ কি যাবে কোথাও ভোরে
বদ্ধ ভবিষ্যৎ!


থুতনি কেঁপে কেঁপে এসে
ফোটায় বিষের হুল,
শীতে ঠোঁটে ফুটে ওঠে
ফাটল ধরা ফুল।