কুয়াশাতে ঢেঁকে আছে
সারি সারি গাছ,
ধোঁয়া ধোঁয়া প্রকৃতিটা
করি আন্দাজ।


দাদিমার ডাকে উঠি
ভেঙে যায় ঘুম,
পিঠাপুলি উৎসবে
পড়ে যায় ধুম।


কাঁপে শীত এনড়ে ওঠে
খুব ঠক-ঠক,
ঝরে পাতা গাছ থেকে
বোঁটা খোলে লক।