রাতে জাগা শেয়ালেরা
থেকে থেকে হাঁকে,
খড়ে আটা ঝোপেঝাড়ে
শীতে দেহ ঢাকে।


শীতে কাঁপে কুঁজো বুড়ি
শীতে কাঁপে দাদী,
খোঁপে পাখি কাঁপে শীতে
বায়ু বাধি বাধি।


কাঁপে শিশু কাঁথা ছাড়া
নাকে ঝরে পানি,
অতি শীতে বায়ু এসে
করে কানাকানি।


শীতে কাঁপে গাছপালা
বায়ু পেয়ে কাঁপে,
এই শীতে আছি বড়
অতি বেশী চাপে।