নাড়ায় নিচে কুনোব্যাঙটা
কচুরপাতাখানি,
শীতনিদ্রায় কোথায় যাবে
পুকুরভরা পানি।


ভাবছে বসে উপায় নাই
এমন শীতে কোথায় যাই
দিনে-রাতে এই নিয়ে তার
বাড়ছে পেরেশানি।


মুখেমুখে উঠছে রব
গাছগাছালী উজাড় সব
মাটির গর্তে থাকবে ভাবা-
এখন যেন ফানি।


বন্ধুপাখি চড়ুই তার
ঝাপটে ডানা বলল আর-
এসো বন্ধু দেখি ঘুরে
এইনা আকাশখানি।