সুবাসিত গন্ধে মাতাল
খেজুর রসের ক্ষীর,
তাইতো! আমার বাড়ি কেন,
এতো লোকের ভীড়!


শীতের পিঠা রস টপাটপ
সাজিয়ে রাখা থালা,
খাওয়ার লোভে সবাই যেন
ঝরায় গালে লালা।


ওমা, তুমি বানাও আরো-
ভাঁপা, চিতই, পিঠা,
শীত সকালে মজা! এসব
খেতে ভারী মিঠা।


একটি বছর পরে এলো
শীত-খেজুরের রস,
সেই রসেতে বানাও মাগো
হাজার রকম সস্।


তোমার তৈরী পিঠা খেয়ে
করি আমি বড়াই,
তাইতো আমি নিয়ে বসি
রসো-পিঠার কড়াই।


শীতের পিঠা খেতে যেন
ঘরে ঘরেই রব,
নতুন ধানের পিঠায় করি
শীতে জয়োৎসব।