শীত শিহরণ চলতি পথে
শিশিরভেজা ঘাসে
হিম সাগরের বরফ ছুঁয়ে
সকাল খানি আসে।


সকাল আসে বাতাস হয়ে
আদ্রতারই চাপে,
সকাল খানি কুয়াশার ওই
চাঁদর ফেলে কাঁপে।


কাঁপে সকাল পানির নীলে
সবুজ পাতার ডাটা
নয়তো সকাল বাদুড় হয়ে
খেজুর গাছে চাঁটা।


সকাল নামে পিঠার ভোরে
নতুন তোলা ধানে,
শীতের সকাল এমনি করে
সবার যেন টানে।