আড়গগনে সূর্য হাসে
ঘাসকাননে জল,
মনকাননে শীতল বায়ু
কাঁপছেরে টলমল।


উত্তরে ঠিক বাতাস ঘোরে
শুষ্কতা টানটান,
চাদরে ঢাক মুখের ছবি
বুক করে আনচান।


উড়ছে ধোয়া সন্ধ্যা-সাঁঝে
কুয়াশা তার নাম,
কাঁথায় মুড়ি শীতের বুড়ি
এনেছে পয়-গাম।