ফুল-ফসলে যায় ভেসে যায়
বৃন্তচ্যুত কূপ,
প্রকৃতি বেশ সাজ-সমাহার
ফুটলো হেসে রূপ।


লাল-বেগুনী-কমলা ফুলে
গন্ধে তোলে ঢেউ,
বিজলী চমক রূপ-টলোমল
সাজিয়ে দিলো কেউ।


শাপলা ফুটে পদ্মবিলে
সাঁতার কাটে হাঁস,
নদীর দু'কূল ঝুলছে শিষে
সাদা সাদা কাশ।


নজর ফেলে শিকারী চোখ
কমজলে ওই বক,
লম্বা ঠোঁটে মাছ তুলে সে
যায় ডেকে কক কক।