শরতকে ডাকি রোজ বিকালের খালে
পুঁটি-কই ঝাঁক ঝাঁক জেলেদের জালে।
শরতকে ডাক দিলে নদী তীর কাশে
তুলতুলে তুলোমেঘ উড়েউড়ে আসে।


শরতকে ডাকে রোজ সবুজের ক্ষেতে
চকচকে বায়ুময় পরিবেশ পেতে।
শরতকে সাদা মেঘ হাত নেড়ে ডাকে
খুব করে সাজাবে-ও নীচ থাকা গাঁ কে।


শরতকে ডাকে রোজ পাখিদের ছানা
ঘাসেঘাসে শিশিরের ডগমগে দানা।
শরতকে ডাকে রোজ আকাশের নীল
হাঁটুজল-হাঁস-নদী অদূরের বিল।


পাখিপাখি মাছমাছ দল একজোট
শরতকে ডাকে মাছরাঙাটার ঠোঁট।
শরতকে শাপলারা দল ধরে খোঁজে
কমজলে মুখতুলে পদ্মরা ও যে!


শরতকে ডাকে রাত সবকিছু ভুলে
ডাকে গাছপাতা আর লাল নীল ফুলে।
শরতকে ডাকে রোজ হাওড়ের মাছ
নাচে তাই প্রকৃতিটা করে আন্দাজ।