শীতটা এলো আসল রূপে-
চাদর মুড়ে
হৃদয় জুড়ে
শীতল জলের বরফকূপে।


আবার এলো বদ্ধ ঘরেও
শিশিরজলে
টিনের তলে
কাঁপাকাঁপা কণ্ঠস্বরেও।


শীতটা এলো হিমালয়ে
বাতাস ছুঁয়ে
পাহাড় চুয়ে
নামলো নিচে বরফ হয়ে।


আবার এলো শৈত্য নিয়ে
নিম্নচাপে
কলজে কাঁপে
হীম ছুঁয়েছে শূন্যে গিয়ে।